বেলকুচি

সিরাজগঞ্জের ২ যুবলীগ নেতা গ্রেফতার মেয়রের কার্যালয়ে হামলার কারনে

বেলকুচি পৌরসভার মেয়রের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা ও যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সরকারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

১৮ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার চালা এলএসডি গোডাউনের সামন থেকে তাদের গ্রেফতার করা হয়।

এদিকে যুবলীগ নেতা রেজাকে গ্রেফতারের প্রতিবাদে চালা বাসস্ট্যান্ডের সামনে সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুর করেছে তার সমর্থকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলকুচি শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মোজাহারুল ইসলাম জানান- গত ১২ ডিসেম্বর বেলকুচি পৌরসভার মেয়র আশানুর বিশ্বাসের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও তাকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় মেয়র বাদী হয়ে গত ২৪ ডিসেম্বর উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা, যুগ্ম আহ্বায়ক ফারুক সরকারসহ ১৫ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে আদালতে মামলা দায়ের করেন। পরে বিচারক মামলাটি গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দেন। এ পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় দুই আসামিকে গ্রেফতার করা হয়।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, যুবলীগ নেতা রেজাকে গ্রেফতারের পরই তার সমর্থকরা উপজেলা শহরে তাণ্ডব চালিয়েছে। এসময় তারা রাস্তা অবরোধ করে বাস, ট্রাক, অটোরিকশা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়া সন্ধ্যার পর একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে।