সিরাজগঞ্জের সয়দাবাদের ইউপি’তে এটুআই প্রোগ্রাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যাগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ১০নংসয়দাবাদ ইউনিয়ন পরিষদে এটুআই প্রোগ্রাম ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যাগে সামাজিক নিরাপত্তা ও বেষ্টনী কার্যক্রমের আওতায় ভাতাসমূহ ডিজিটাল উপায় সংক্রান্ত বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ জানুয়ারি -২০১৯) সকাল ১০ টায় ইউপি’তে সদর উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে,সহযোগিতায় ছিলেন, এটুআই প্রোগ্রাম ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের অবহিতকরণ সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আমিনা খাতুন কনা ।
এতে সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান, নবীদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহাজাহান আলী, ও ইউপি চেম্বার সুর্বণা খাতুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবার একাউন্টিং কর্মকর্তা উত্তম কুমার সাহা। সভায় উপস্হিত ছিলেন,অত্র ইউনিয়নের ইউ’পি সদস্য সিরাজুল ইসলাম অন্যান্য ইউপি সদস্য ও কর্মকর্তারা, এলাকার সামাজিক,রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গের অনেকে।