সিরাজগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান
লুৎফর রহমান, তাড়াশ :
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এ সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন তাড়াশ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুসাব্বির হোসেন খান। সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারী বাছাই কমিটি যাচাই-বাছাই শেষে তাঁকে জেলার শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে তাঁকে মনোনিত করা হয়।
জানা গেছে, বাছাই কমিটির সভাপতি ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সদস্য সচিব ছিলেন, জেলা শিক্ষা অফিসার মো. হারুনর রশিদ, সদস্য ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. রিয়াজুল ইসলাম ও সিরাজগঞ্জ পিটিআইর সুপারিনটেনডেন্ট মো. ইসমাইল হোসেন।
মো. মুসাব্বির হোসেন খান ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি অতিমারি করোনা কালের পর তাড়াশ উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদানের পর পেশাগত যথাযথ ভাবে দায়িত্ব করেন। পাশাপাশি এ উপজেলার ১৩৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আর এ কাজের স্বীকৃতি হিসেবে তাঁকে জেলার শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে মনোনিত করে আনুষ্ঠিকভাবে ক্রেস্ট ও সদন প্রদান করা হয়। এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুসাব্বির হোসেন খান বলেন, জেলায় শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হওয়া সত্যিই গর্বের ও আনন্দের। এই অর্জন আমার কাজকে আরো গতিশীল করবে। এ অর্জন শুধু আমার একার না এ অর্জন তাড়াশবাসীর। সম্মানিত শিক্ষকবৃন্দের যারা সবসময় সকল কাজে সার্বিক সহযোগিতা করে এই শ্রেষ্ঠত্ব এনে দিয়েছেন। যাঁরা আমার পরিশ্রম তথা আমার কাজকে মূল্যায়িত করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।