বেলকুচি

সিরাজগঞ্জের বেলকুচিতে ৪৮ তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

আজিজুর রহমান মুুুন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (৭ জানুয়ারী’১৯ ) দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্রিকেট,ব্যাডমিন্টন, ভলিবল ও এ্যাথলেটিক্স খেলায় অংশ নেন । এতে সভাপতিত্ব করেন,বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান। বিকেলে আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ , মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ইউসুফজী খাঁন, সহ সভাপতি ও আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহজাহান সরকার, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম, একাডেমী সুপার ভাইজার নাজির হোসেন, শ্যামকিশোর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম শহিদুল রেজা, আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্হিত ছিলেন । বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।