সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বি,এল স্কুলের শিক্ষক আব্দুল বাসেত সড়ক দূর্ঘনায় নিহত ! লাশ দাফন সম্পন্ন

আজিজুর রহমান মু্ন্না, সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ শহরের প্রাচীনতম বিদ্যাপীঠ বি,এল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল বাসেত বগুড়া- নগরবাড়ি সড়কে মটর সাইকেল সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (১৪ জুলাই) আনুমানিক সকাল ৯টার দিকে নলকার হোড়গাঁতী নামক স্থানে আব্দুল বাসেত প্রাইভেট কারের সাথে ধাক্কায় মৃত্যু হয়েছেন। আব্দুেটল বাসেত হোড়গাঁতী গ্রামের মরহুম ওসমানগনীর পুত্র বলে স্থানীয়রা জানান। বিকেলে ফুলজোড় ডিগ্রী কলেজ মাঠে জানাযা শেষে তার লাশ দাফন সম্পন্ন করা হয়।। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী জানান – ফোন পেয়ে বুধবার সকালে বগুড়া-নগর মহাসড়কে পাটধারি এলাকায় মটর সাইকেল দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করি। বি এল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন,স্থথানীয়দের ও হাটিকুমরুল থানা থেকে ফোন পেয়ে ,আমরা সেখানে যাই। সকালে বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সামছুল আরেফিন সিজান তার ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাসের মাধ্যমে মৃত্যুর সংবাদটি প্রকাশ করেন। নিহত আব্দুল বাসেত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখা পড়া করেছেন। তিনি বিএল সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক ছিলেন। তিনি তার কর্ম আর মেধায় অল্পদিন ছাত্রদের প্রিয় হয়ে উঠেছিলেন।