সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বঙ্গবন্ধুসেতু পশ্চিম সংযোগ সড়ক মুলিবাড়ীতে ট্রাক চাপায় ২ নারী নিহত।

সিরাজগঞ্জ:আজিজুর রহমান মুন্না

সিরাজগঞ্জে ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোভ্যানের দুই নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। শুক্রবার (৫ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কোনাগাঁতী গ্রামের মনোয়ারা খাতুন (৫০) ও চায়না (৩৫)। আহতদের মধ্যে রফিকুল ইসলামকে (৪৩) আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জসদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম এতথ্য নিশ্চিত করেছেন।