সিরাজগঞ্জের চর ছোনগাছা ও শালুয়াভিটায় অবৈধভাবে বালু উত্তোলনে ২জন আটক ।
আজিজুর রহমান মুুুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার চর ছোনগাছা ও শালুয়াভিটা এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে দুজনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২৪ ডিসেম্বর’১৮) সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সিরাজগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মোঃ আনিসুর রহমান। এসময় চর ছোনগাছা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ আব্দুল্লাহ (৩২) ও চর শৈলাবাড়ি গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মোঃ আব্দুল মতিন (৩৩)কে আটক করা হয়। অপরদিকে শালুয়াভিটা পাকা রাস্তা হতে ফকিরপাড়া পাকা রাস্তা থেকে চারটি সরকারি মুল্যবান গাছ কাটার অপরাধে গাছ গুলো জব্দ করা হয়েছে। জব্দকৃত গাছগুলো বনবিভাগের ফরেন গার্ড নবুয়াত আলীকে নিয়মিত মামলা করার দায়িত্ব প্রদান করেন সিরাজগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মোঃ আনিসুর রহমান। এ সময় সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসের অফিস সহকারি মোঃ রফিকুল ইসলাম, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।