সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াত নেতা বেল্লাল হোসেন গ্রেফতার।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বেলাল হোসেন (৫০) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (০১ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলার পাতিয়াবেড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক বেলাল হোসেন ওই এলাকার মূলবেড়া গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে। তিনি দূর্গানগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহমেদ বলেন, বেলাল হোসেনের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে একাধিক মামলা রয়েছে৷ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় পাতিয়াবেড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।