জাতীয়

সাভারে যুবককে কুপিয়ে হত্যা

সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার শনিবার ১৮ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে করিম মঞ্জিলের সামনে মো. সোহেল ( ৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতে হাত ও বুকসহ সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। নিহত যুবক পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লোকমান বলেন, আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে মরদেহ থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি।

এ ঘটনায় মামলা দায়েরের পর হত্যাকারীদের শনাক্তে কাজ শুরু করা হবে বলেও জানান তিনি।