সলঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান,সাত প্রতিষ্ঠানকে জরিমানা
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী বিক্রি , মুরগি বেশি দামে বিক্রি ও মূল্য তালিকা না থাকার অভিযোগে সাত টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে সোমবার দুপুরে সলঙ্গা বাজার এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা করছেন।
এসময় থানা সদরের খাবার হোটেল, মুরগী দোকান, কাঁচা বাজারসহ ৭ টি প্রতিষ্ঠান কে ৩৩ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহমুদ হাসান রনি।
তিনি বলেন, নোংরা পরিবেশে হোটেলে পরিবেশন করা, খোলা বাজারে জবাইকৃত মুরগী বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ভেজাল বিরোধী অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।#
মোঃ পারভেজ সরকার
রায়গঞ্জ, সিরাজগঞ্জ।
০৪-১১-২০২৪