সরিষাবাড়ীতে বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরন
তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দ্যেগ,বিনামূল্যে সোলার বিদ্যুৎ,প্রতিপাদ্যকে সামনে রেখে,দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রানালয় এর ২০১৮-২০১৯ অর্থ বছরে সরিষাবাড়ী উপজেলার ২য় পর্যায়ে গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন টি.আর/কাবিটা কর্মসূচীর আওতায় দরিদ্রদের মাঝে বিনামুল্যে সোলার হোম সিস্টেম ও স্ট্রীট লাইট বিতরন করা হয়েছে। গতকাল শনিবার সকালে পান্না রুরাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (পিআরডিএফ) এর বাস্তবায়নে এ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার কলেজ মাঠে এ সোলার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোলার বিতরন অনুষ্ঠানে তথ্য মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান প্রধান অতিথী হিসেবে দরিদ্রদের মাঝে সোলার হোম সিস্টেম ও স্ট্রীট লাইট বিতরন করেন। বিশেষ অতিথী হিসেবে-উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর,জ্ধেসঢ়;এফসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক শফিকুর রহমান,যুবলীগ নেতা সাখাওয়াত আলম মুকুল, রইছ উদ্দিন,ইউপি সদস্য মোবারক হোসেন রাজা, সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।