জাতীয়

সরিষাবাড়ীতে পুলিশ সেবা সপ্তাহের উদ্ভোধন

সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু

পুলিশই জনতা,জনতাই পুলিশ,পুলিশ জনতা ঐক্য গড়ি,অপরাধ মুক্ত সমাজ গড়ি প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ পুলিশ সরিষাবাড়ী থানার আয়োজনে গতকাল রোববার দুপুরে পুলিশ সেবা সপ্তাহের উদ্ভোধন করা হয়েছে। এ উপলক্ষে সরিষাবাড়ী থানা থেকে প্রধান সড়কে প্রদক্ষিন শেষে র‌্যালীটি থানায় এসে শেষ হয়। পরে থানাস্থ নারী সহায়তা কেন্দ্রে আলোচনা সভায় সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান সভাপতিত্ব করেন।বক্তব্য রাখেন-সরিষাবাড়ী থানার এস আই সাইফুল ইসলাম,গোলাম সাকলায়েন,আছমা খাতুন,সরিষাবাড়ী উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা ও উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইচ চেয়ারম্যান প্রাথী মাহমুদা কাউছার শিখা,সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ আবুল হোপসেন প্রমুখ।

পুলিশ কর্তৃক প্রদেয় সেবাসমুহঃ জিডি,অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স,বিডি পুলিশ হেলপ লাইন,জাতীয় জরুরী সেবা ৯৯৯,ফেইসবুক পেইজ/আইডি/ম্যাসেঞ্জারের মাধ্যমে চাহত সেবা,নারী ও শিশু সহায়তা সেল সংক্রান্ত সেবা,সকল ধরনের ভেরিফিকেশন,ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধ,কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগনকে সম্পৃক্ত করন সহ প্রয়োজননীয় জরুরী সকল ধরনের আইনগত সহায়তা প্রদান তুলে ধরেন।