সরিষাবাড়ীতে কৃষক খুন
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু
জামালপুরের সরিষাবাড়ীতে শাহজাহান আলী ওরফে সাজু (৫০) নামে এক কৃষক খুন হয়েছে। বুধবার রাত নয়টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর হাটখোলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলি
সাদিক ঘটনা স্থল পরিদর্শন করেন ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল
ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত হোসেন আলীর পুত্র শাহজাহান আলী ওরফে
সাজু বুধবার সন্ধ্যায় বাড়ী থেকে চা খাওয়ার জন্য ভবানীপুর বাজারে যায়। রাত
সাড়ে নয়টার দিকে মতিয়র নামে এক পথচারী রাস্তার উপর ছড়িয়ে থাকা তাজা রক্ত
দেখতে পায় এবং রাস্তার পশ্চিম শার্শ্বে বছির উদ্দিনের বসত ঘরের পাশেই মাথা
থেতলানো রক্তাক্ত খুন করে রেখে যাওয়া লাশ পড়ে থাকতে দেখেন।তার পাশেই রক্তাক্ত ইট ও
তার সাথে মাথার চুল লেগে থাকাবস্থায় পড়ে থাকতে দেখেন।পরে স্থানীয়রা ও
পরিবারের লোকজন শাহজাহানকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্ধেসঢ়;্র নিয়ে আসলে কর্তবরত মেডিকেল অফিসার জিনিফার ইয়াসমিন
তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানার এস আই ঈমান আলী লাশের সুরতহাল করেন।এবং
রাতেই লাশ থানায় নিয়ে আসা হয়। লাশের ময়না তদন্তের জন্য গতকাল
বৃহস্পতিবার সকালে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে নিহতের স্ত্রী রেণু বেগম(৪০) কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, ইট দিয়ে
মাথায় আঘাত করে আমার স্বামীকে খুন করেছে। আমরা খুনির নাম বলতে পারব
না,আমার ছেলে-মেয়েকেও মেরে ফেলবে। আমার স্বামী হত্যার বিচার চাই।
জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান বলেন,
শাহজাহানের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল
মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে দোষীর
বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।