জাতীয়

সপ্নের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব – ১৯ ফুটবল দল

সেমিফাইনালে মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়ে বঙ্গমাতা
অনূর্ধ্ব- ১৯ নারী ফুটবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ।.. মমঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনালে মৌসুমিরা সহজেই হারিয়েছে মঙ্গোলিয়াকে। একটি করে গোল করেছে মনিকা,মাজিয়া ও তহুরা। প্রায় ডজন খানেক গোল মিস হলেও গোলের দেখা পায় প্রথময়াধে বাড়িয়ে দেওয়া সময়ে।প্রথম গোলটি দেয় মনিকা চাকমা। ৬৯ মিনিটে গোল দিগুণ করেন বাংলাদেশের মেয়েরা। ৮৫ মিনিটে ৩য় গোল দেয় বাংলাদেশ।

৩ মে বাংলাদেশ ফাইনাল খেলবে লাওসের বিরুদ্ধে