সইবো না আর
আর কতোকাল সইবো
উৎপীড়নের নির্মম কষাঘাত!
প্রতিহিংসার দাবানলে দগ্ধ-বিদগ্ধ জীবন,
সন্ত্রাসীদের অগ্নিস্ফুলিঙ্গ,
নিরীহের বুকে অত্যাচারীর অগ্নির দাবদাহন!
নির্যাতিত শ্রমিকের জীবন্ত লাশ
আর কতোকাল সইবো
ত্রাসের দাসত্বে জিম্মি জীবন, নির্মম পরিহাস!
আর কতকাল সইবো
বিকারগ্রস্ত কুকুরের বিষাক্ত দাঁত!
আধিপত্যের নির্লজ্জ পশুবৃত্তি,
হায়েনার হিংস্র থাবার আতঙ্ক,
বুনো শেয়ালের নখের আঁচরে রমনীর চিৎকার।
ক্ষত-বিক্ষত তনুদের বিবস্ত্র লাশ,
আর কতোকাল সইবো
বখাটে হাতের নিষ্ঠুরাঘাত, খাদিজার সর্বনাশ!
আর কতোকাল সইবো,
দারিদ্র্যের নিদারুণ অভিশাপ,
ডাস্টবিনের পরিত্যক্ত খাবারের খোঁজে
বুভুক্ষু শিশুর করুণ আর্তনাদ!
মানুষরূপী দানবের অতৃপ্ত চোখে নির্লজ্জ রাহুগ্রাস,
মজদুর বুকে অত্যাচারীর মহাত্রাস।
আর কতোকাল সইবো
উগ্রবাদের ক্রুদ্ধ বলয়ে অবরুদ্ধ নিঃশ্বাস।
সইতে গিয়েই শেষটা যখন মৃত্যুর পরোয়ানা
মরতে যখন হবেই তখন অবিচার সইবো না।
জন্ম যখন মরার ত্বরে মরতে হবে নিশ্চয়
তবে কেনো মৃত্যু-ভয়ে অত্যাচারের বিষ-সয়?
কতোটা সইবো আর?
সইতে সইতে রুষ্ট জীবন,
সংকীর্ণ পথ বিদিশায় অবরুদ্ধ
দেয়ালে ঠেকেছে পিঠ,
পশুবৃত্তির আক্রোশে আজ ধৈর্য্যের সীমা পার।
রগচটাদের অগ্নিঘাতে বিধ্বস্ত পরিবার,
সইবো না আর অবিচার
মৃত্যুবাণের বিস্ফোরণে ঝংকারে সংহার।