শাহজাদপুর

শোক সংবাদ! পীরজাদা সৈয়দ ফরিদুন কারদার শাহীন।

জহুরুল ইসলাম, শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুুর পৌর এলাকার শেরখালী নিবাসী হযরত সৈয়দ আব্দুুল মতিন পীর কেবলা (রহ.) এর বড় ছেলে, দৈনিক জনকন্ঠের শাহজাদপুর নিজস্ব সংবাদদাতা সৈয়দ হুমায়ুন পারভেজ শাব্বির এর বড় ভাই সৈয়দ ফরিদুন কারদার শাহীন (৬০) মঙ্গলবার ভোর ৪ টায় শাহজাদপুুর পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এদিন দুপুুর বাদ যোহর শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে নামাজে যানাজা শেষে শেরখালী পারিবারিক কবরস্থানে পিতার কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।

মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, পীরজাদা সৈয়দ ফরিদুন কারদার শাহীন (৬০) এর অকাল মৃত্যুতে মরহুমের আত্মার মাগফেতার কামনা করে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সাধারন সম্পাদক শফিকুজ্জামান শফিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।