শাহজাদপুর

শাহজাদপুরে ৪র্থ ধাপের ইউপি নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদকঃ
শনিবার (২৫-ডিসেম্বর) ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষ্যে শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদের ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এ সময় ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু  ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণার্থে সংশ্লিষ্ট সকল পুলিশ অফিসার, ফোর্স ও সকল আনসার সদস্যদের ভোট কেন্দ্রসমূহের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করে ভোট গ্রহণ শতভাগ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে ডিউটিতে নিয়োজিত সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নিরাপত্তা ব্রিফিং অনুষ্ঠানের প্রধান অতিথি  সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার হাসিবুল আলম।
এসময় সিরাজগঞ্জ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।