শাহজাদপুরে যুবলীগ নেতার ভাইসহ আটক ৩, ইয়াবা উদ্ধার !
স্টাফ রিপোর্টার ঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪০ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করা হয়েছে। শনিবার রাতে উপজেলার মনিরামপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কাছে ইয়াবা বেচাকেনার সময় পুলিশ তাদেরকে হাতে-নাতে আটক করে। আটকৃতরা হলেন, শাহজাদপুর উপজেলা যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক প্রার্থী রাজিব সেখের মামাতো ভাই দ্বারিয়ারপুর মহল্লার মোক্তার হোসেনের ছেলে পৌর যুবলীগের সদস্য মামুন (২৮), পুকুরপাড় গ্রামের হেলাল সেখের ছেলে আনোয়ার হোসেন (৩২) ও রামবাড়ী গ্রামের আমিনুলের ছেলে সামিউল হোসেন (৩৫)। এদিকে শাহজাদপুরের প্রভাবশালী যুবলীগ নেতা রাজীবের একান্ত সহযোগী ও তার ভাই মামুন ইয়াবা ব্যবসায় জড়িত এ সংবাদ শুনে যুবলীগ নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। অবিলম্বে নেতাকর্মীরা ইয়াবা ব্যবসার জড়িত নেতাদের যুবলীগ থেকে বহিস্কারের দাবি জানিয়েছেন। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাজা গোলাম কিবরিয়া জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তারা ইয়াবা ব্যবসা করছে বলে স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।