শাহজাদপুরে যাবজ্জীবনপ্রাপ্তআসামি গ্রেফতার
সিরাজগঞ্জের শাহজাদপুরে ২২ এপ্রিল রোববার ভোরে শাহজাদপুর উপজেলার বর্ণিয়া গ্রামে অভিযান চালিয়ে নুরুল ইসলাম অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নুরুল ইসলামের বাড়ি একই উপজেলার দেওয়ান তারটিয়া গ্রামে।
শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আসলাম হোসেন জানান, নুরুল ইসলামের বিরুদ্ধে অপহরণের দায়ে ১৪ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। ভোরে তিনি বর্ণিয়া গ্রামে অবস্থান করছিলেন জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।