শাহজাদপুরে গাজাসহ একজন গ্রেপ্তার
আবির হোসাইন শাহীন, নিজস্ব প্রতিবেদক:
শাহজাদপুরে গাজাসহ একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জানা যায়,গতকাল সোমবার রাতে, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপর থানার এস আই শরিফুল,এস আই আফজাল,ও এ এস আই জসিম উদ্দন সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার দ্বাবারিয়া পশ্চিম পাড়া গ্রামে অভিযান চালিয়ে, মোঃ আজগর আলী (৩০) কে ৪০ পুরিয়া গাজাসহ তার নীজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে শাহজাদপুর থানায় একটি মামলা দ্বায়ের হয়েছে। আসামীকে উপজেলা আদালতে প্রেরন করা হয়েছে,।জানা যায়, আসামী আজগর আলী দ্বাবারিয়া পশ্চিম পাড়া গ্রামের মৃত খায়ের সরকারের পুত্র।