শাহজাদপুর

শাহজাদপুরে উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক সহ ২ নেতা গ্রেফতার।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার শ্রীফলতলা বিএনপি প্রার্থী ড. এম এ মুহিতের বাড়ির পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হীরু ও যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল আরিফ।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা গত ১১ ডিসেম্বর আওয়ামী লীগ ও বিএনপি’র সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি।