শাহজাদপুরে উপজেলা নির্বাচনে তৃণমূলের ভোটে আজাদ রহমান আওয়ামীলীগের মনোনীত প্রার্থী
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা নির্বাচনে তৃণমুলের ভোটে আওয়ামীলীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান আসন্ন উপজেলা নির্বাচনে ফের আওয়ামীলীগের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন । বৃহস্পতিবার (৩১জানুয়ারি -২০১৯)বিকেলে রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে এ ভোট অনুষ্ঠিত হয় । এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন । উপজেলা আওয়ামীলীগের সকল সদস্য , পৌর আওয়ামীগের ও ১৩ টি ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩৬০ভোটারের মধ্যে মোট ৩৫৭জন ভোটার চেয়ারম্যান প্রার্থী মনোনয়নে তাদের সমর্থন প্রদান করেন । উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমপি হাসিবুর রহমান স্বপন শুধুমাত্র ভোটার ও প্রার্থীদের মিলনায়তনের ভিতরে প্রবেশ করিয়ে হাত উচিঁয়ে সমর্থনের মাধ্যেমে উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী বাছাই করেন । এতে সর্বোচ্চ সমর্থন পেয়ে প্রফেসর আজাদ রহমান আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হন । চেয়ারম্যান পদে বাছাইয়ে আজাদ রহমানের প্রতিদ্বন্দি ছিলেন বর্তমান ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ।