সিরাজগঞ্জ

লকডাউন বাস্তবায়নে সিরাজগঞ্জে মাঠে আছে ৭শতাধিক আনসার ও ভিডিপি সদস্য

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:

“শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা” প্রতিপাদ্যকে ধারণ করে জননিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নের পথে নিবেদিত বাংলাদেশের সর্ববৃহৎ বাহিনী আনসার ও ভিডিপির প্রায় ৭শতাধিক সদস্য কঠোর লকডাউন বাস্তবায়নে ও মানুষের মাঝে সচেতনতা তৈরিতে সিরাজগঞ্জ জেলা জুড়ে একদম প্রান্তিক পর্যায় থেকে জেলা শহর পর্যন্ত কাজ করে যাচ্ছেন।

জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা’র সার্বিক দিকনির্দেশনা ও পরামর্শ অনুযায়ী সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জসীম উদ্দিন সহ আরও ৪জন উপজেলা কর্মকর্তার নেতৃত্বে এই বিশাল বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

অন্যান্য দিনের মতো সরেজমিনে লকডাউনের তৃতীয় দিনে শহরের প্রাণ কেন্দ্র বাজার স্টেশন ও এসএসরোড এলাকায় ঘুরে দেখা যায় জেলা প্রশাসন ও অন্যান্য বাহিনীর পাশাপাশি এই বাহিনীর কর্মকাণ্ড ছিল চোখে পরার মতো ও প্রশংসনীয়। যাতায়াতরত মানুষদের দাড় করিয়ে বাইরে বের হবার কারন, এক রিকশায় একাধিক ব্যাক্তির যাতায়াতে নিরুৎসাহিত করার পাশাপাশি এসময় অসহায় ও রিকশাওয়ালাদের মাঝে মাস্কও বিতরণ করতে দেখা যায়। যেকোনো পরিস্থিতি মোকাবেলাতেও প্রস্তুত আছে এই বাহিনী বলে জানান কর্মকর্তাগণ।

বেলকুচি উপজেলা কর্মকর্তা রহমতুল বারী ও শাহজাদপুর উপজেলা কর্মকর্তা ইনামুল হক বলেন, কঠোর লকডাউনের তৃতীয় দিনেও সিরাজগঞ্জ আনসার ও ভিডিপির সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জেলায় সর্বমোট প্রায় ৭শতাধিক সদস্য প্রান্তিক জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে জানিয়ে বলেন, জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা’র দিকনির্দেশনা অনুযায়ী সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জসীম উদ্দিনের নেতৃত্বে বাহিনীর সদস্যরা শহরের বাজার স্টেশন, এসএসরোড ও বড়বাজার এলাকা ছাড়াও বিভিন্ন স্থানে সচেতনতা তৈরি ও মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়াও সাধারণ জনগণকে লকডাউনে করনীয় ও কোভিড-১৯ (করোনা ভাইরাস) সংক্রমণ রোধে নানান রকমের পরামর্শ ও দিকনির্দেশনা দেয়া হচ্ছে।

এবিষয়ে সিরাজগঞ্জ আনসার ও ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আমরা কঠোর লকডাউনের সফলতা বাস্তবায়নে ও মানুষের মাঝে সচেতনতা তৈরির পাশাপাশি করনীয় গুলো নিয়ে আলোচনা করছি। তাদের বোঝার সুবিধার্তে লিফলেট বিতরণ করা হচ্ছে। এছাড়াও মাস্ক বিতরণের পাশাপাশি মাস্কের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত করা হচ্ছে। তাছাড়াও সরকারি নির্দেশনা মেনে মানুষকে ঘরে থাকার আহবান জানানো হচ্ছে। বিনা প্রয়োজনে মানুষকে বের হতে নিরুৎসাহিত করা হচ্ছে।

সিরাজগঞ্জ আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত-ই-খোদা বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ এই বাহিনী এর আগেও কোভিড-১৯ (করোনা ভাইরাসের) ক্রান্তিলগ্নে নিরলসভাবে কাজ করেছে। কোয়ারেন্টাইন ও আইসোলেশন নিশ্চিত করণে এই বাহিনী নিজেদের সর্বোচ্চ ঝুকিতে রেখেও কাজ করেছে।

এছাড়াও মানুষের মাঝে জনসচেতনতা তৈরি ও কোভিড-১৯ থেকে নিরাপদ থাকার উপায় ও করনীয় সম্পর্কে বোঝানো হচ্ছে। এছাড়াও কঠোর লকডাউন সফলভাবে বাস্তবায়নে প্রথম দিন থেকেই আমাদের যা যা সহযোগিতা দরকার সেগুলো দেয়া হচ্ছে। অতীতের মতো আগামীতেও এই বাহিনী সর্বদা মানুষের পাশে থেকে যেকোনো দুর্যোগ মোকাবেলায় কাজ করে যাবেন বলেও জানান এই কর্মকর্তা।