রায়গঞ্জ/সলঙ্গা

রায়গঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে চিকিৎসা ও রোগের পরীক্ষা করা যায়না

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ জেলা অন্যতম রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে নানা সমস্যা,নানা অভিযোগ। দীর্ঘ দিন ধরে, এস্বাস্হ্য ক্লিনিকে চিকিৎসা ও স্বাস্থ্য সেবা প্রদান র্কাযক্রম চলছে খুড়িয়ে খুড়িয়ে।
বর্তমান সরকার স্বাস্থ্য সেবা সাধারন জনগণের দোড় গোড়ায় পৌছে দিতে নানা মুখী কর্মসূচী গ্রহন ও বাস্তবায়ন করলে ও রায়গঞ্জের এক্লিনিক হাসপাতালে সঠিক চিকিৎসা, রুগীর পরীক্ষা করা যায়না বলে অনেক রুগীর অভিযোগ করেন।
বর্তমান সরকার হাসাপাতালটি ৫০ শয্যায় উন্নতি করতে ব্যয় করে সাড়ে আট কোটি টাকা নতুন ভবন নির্মান করে আধুনিক হাসাপাতালে রুপান্তরিত করে।

কিন্তু, চিকিৎসদের চিকিৎসা সেবা, ও রুগীর পরীক্ষার ক্ষেত্রে রয়েছে অনিয়ম, দুর্নীতির নানা অভিযোগ।
নানা জটিলতার কারনে রুগীদের দূর্ভোগ পোহাতে হয় যেতে হয় অন্যত্রে। জানা যায়, হাসপাতালে এক্স-রে মেশিন রয়েছে যা তিন দশক যাবত বিকল, আলট্রাসনোগ্রাফি মেশিন থাকলেও ডাক্তার না থাকায় সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না। ইসিজি মেশিন পড়ে আছে বিকল হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ব্যবহারের জন্য গাড়ি বরাদ্দ থাকলেও অদ্যবদি তা প্রদান না করে ড্রাইভার নিয়োগ দেওয়া হয়েছে। সংকট রয়েছে ডাক্তার ও সেবিকার । এ হাসপাতালে নিয়োগকৃত ছয় জন ডাক্তার ডেপুটেশনে নিয়ে অন্য হাসপাতালে দায়িত্ব পালন করানো হচ্ছে।
আটঘড়িয়া গ্রামের হাজেরা নামে একজন রোগী বলেন, রায়গঞ্জের মানুষের শরীলে রোগ নেই,তাই আমাদের হাসপাতালের ডাক্তারদের কে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে উপজেলা আঃলীগের সদস্য দেলওয়ার হোসেন অভিযোগ করে বলেন, হাপাতালটিতে স্থানীয় ডাক্তার, নার্স, ওর্য়াডবয়, পরিবার পরিকল্পনা অফিসার, অফিস সহকারি ও করনিক পদে দীর্ঘ দিন যাবত বদলি বিহীন থাকার কারণে হাসপাতালটি জিম্মি দসায় পড়েছে।
স্থানীয় কর্মচারীদের জিম্মি দশা থেকে মুক্ত করে ও উল্লেখিত সমস্যার সমাধান করতে পারলে সাধারন জনগন সঠিক স্বাস্থ্য সেবা পাবেন বলে তিনি আশাবাদী।