রায়গঞ্জে মাদক ও মামলায় এজাহারভুক্ত ১৫ আসামী আটক
মাসুদ রেজা, স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ১৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৬ মে) জেলা পুলিশ সুপার সুপার হাসিবুল আলম (বিপিএম) এর সার্বিক দিক নির্দেশনায় রায়গঞ্জ থানার মামলা নং ১৫/৮৪, তারিখ-১৬/০৫/২২ খ্রিঃ, ধারা-৪, ১৮৬৭ সালের জুয়া আইন এর এজাহারনামীয় আসামী ১। মোঃ হামিদুল ইসলাম (৪০), পিতা-মোঃ বাবর আলী, ২। মোঃ শফিকুল ইসলাম (৩৫), পিতা-মোঃ সামছুল শেখ, ৩। মোঃ আঃ রশিদ সরকার (৪৫), পিতা- মোঃ খবির উদ্দিন, সর্ব সাং-বাকাই (উত্তর পাড়া), ৪। মোঃ আশরাফ আলী ফকির (৪৩), পিতা-মোঃ আঃ রহিম ফকির, সাং-বাকাই (মধ্যপাড়া), ৫। মোঃ আঃ জব্বার তালুকদার (৪০), পিতা-মৃত কছিম উদ্দিন তালুকদার, ৬। মোঃ ইব্রাহিম @ স্বপন সরকার (৪৬), পিতা-মৃত ইয়াছিন সরকার, উভয় সাং-আন্দ্রা (পশ্চিমপাড়া), ৭। মোঃ আঃ সামাদ শেখ (৪৪), পিতা- মৃত দুখা শেখ, সাং-আদিত্যবাড়ীয়া (পূর্বপাড়া), সর্ব থানা-রায়গঞ্জ, ৮। মোঃ গোলাম মোস্তফা (৫১), পিতা-মৃত শাহজাহান সরকার, ৯। মোঃ সোবাহান আলী (৩২), পিতা-মৃত মাজেম উদ্দিন, ১০। মোঃ হাফিজুর রহমান (৪৪), পিতা-মোঃ হযরত আলী, সর্ব সাং-জন্তিহার, ১১। মোঃ আঃ রশিদ (৫০), পিতা-মৃত জশমত সরকার, সাং-কর্নঘোষ, সর্ব থানা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ এবং রায়গঞ্জ থানার মামলা নং ১৬/৮৫, তারিখ-১৬/০৫/২২ খ্রিঃ ধারা-৩৬(১) সারণির ৮(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর এজাহারনামীয় আসামী ১২। মোঃ আলম (৫০), পিতা-মৃত বুরজত আলী সরকার, গ্রাম-কাঁঠালবাড়ীয়া, থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ ও সিআর মামলা নং-৯১/২২ (রায়) এর ওয়ারেন্টভুক্ত আসামী-১৩। মোঃ ইউনুছ, পিতা-মৃত হাচেন, গ্রাম-ঝাপড়া অভিরাম, থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ, রায়গঞ্জ থানার এফআইআর নং-১১/৬০, তারিখ-১৬/০৪/২০২২, ধারা-৩৬(১) সারণির ১৪(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর এজাহারনামীয় পলাতক আসামী ১৪। মোঃ হাফিজুল ইসলাম@ হাসান(৩৮), পিতা-মোঃ ফরিদুল ইসলাম@ফটিক চাঁন, গ্রামমালিকাবাদ, থানা- গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা ও রায়গঞ্জ থানার নন.এফ.আই.আর. প্রসিকিউশন নং-৪১/২০২২, তাং-১৬/০৫/২০২২ এর আসামী ১৫। মোঃ হাবিবুর রহমান @ হবি(৬২), পিতা-মৃত বেলায়েত ফকির, সাং-কাঠালবাড়িয়া, থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত সর্বমোট-১৫ আসামীকে আজ ১৬ই মে সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।