সারাদেশ

রাবিতে নবজাগরণ ফাউন্ডেশনের মুজিববর্ষ গ্রন্থ উৎসব

বিশেষ প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন ‘জাতীয় শিশু দিবস’ উপলক্ষে মুজিববর্ষ গ্রন্থ উৎসব-২০২২ শুরু করতে যাচ্ছে। এবারের গ্রন্থ উৎসবের মূল প্রতিপাদ্য ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মারক মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’।

“তারুণ্যের ভাবনার পরিধি বাড়াই, প্রান্তিক শিশুদের পাশে দাঁড়াই” শিরোনামকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে “মুজিববর্ষ গ্ৰন্থ উৎসব-২০২২” অনুষ্ঠিত হবে। উক্ত গ্ৰন্থ উৎসবে ১৭ই মার্চ থেকে ২৬ শে মার্চ পর্যন্ত, সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত স্টল খোলা থাকবে।

উল্লেখ্য, এই স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক আয়োজিত গ্রন্থ উৎসবের গুরুত্বপূর্ণ দিক হলো, গ্ৰন্থ উৎসব থেকে অর্জিত মুনাফা ব্যয় করা হবে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য। প্রতিষ্ঠার পর থেকেই পথশিশু এবং অবহেলিত জনপদের মানুষের শিক্ষার প্রসারে, শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন সচেতনতা মূলক কাজ করছে সংগঠনটি।

এছাড়াও, প্রতিবছর ২০ নভেম্বর সার্বজনীন শিশু দিবস উপলক্ষ্যে নবজাগরণ ফাউন্ডেশন শিশুদের নিয়ে দিনব্যাপী “একদিন স্বপ্নের দিন” উদযাপন করে থাকে। ইদ ও পূজায় নতুন জামা উপহার এর পাশাপাশি শীতার্তদের শীতবস্ত্র প্রদান করে থাকে।