রতনকান্দি মহিষামুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়ায় ব্যাটারি চালিত অটো ভ্যান উল্টে নাঈম সরকার (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার ১৩’মে সকালে মহিষামুড়া চৌরাস্তা বাজারের দক্ষিণে ব্রিজের পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম সরকার সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া গ্রামের আনোয়ার সরকারের পুত্র ও কাজিপুর উপজেলার বঙ্গবন্ধু কলেজের এইচএসসি ১’ম বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭’টার দিকে পার্শ্ববর্তী চৌরাস্তা বাজার থেকে কাঁচাবাজার নিয়ে অটোভ্যান চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় নাঈম। ব্রিজের কাছাকাছি মোড়ে এসে ভ্যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানসহ নিচে পড়ে যায়।
এসময় স্থানীয় লোকজন নাঈমকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদূর্ঘটনায় ওই ভ্যানে থাকা শাহাদাত হোসেন (১১) নামের এক শিশু আহত হয়েছে বলে জানা গেছে। সিরাজগঞ্জ সদর থানার এসআই রেজাউল করিম জানান, ঘটনাস্থলে গিয়েছিলাম পুলিশিং কার্যক্রম করেছি। নিহতের পরিবার ময়নাতদন্ত না করার আবেদন দিয়েছে।