যুবলীগ হবে সততা ও নিষ্ঠাবান,দূর্নীতি,মাদক-সন্ত্রাস মুক্ত,বিশুদ্ধ রক্তের গড়া : তথ্য প্রতিমন্ত্রী
সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ তৌকির আহাম্মেদ হাসু
তথ্য মন্ত্রানালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান বলেছেন, যুবলীগ হবে সততা ও নিষ্ঠাবান,দূনীতি,মাদক- সন্ত্রাস মুক্ত,বিশুদ্ধ রক্তের গড়া। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে যুবলীগকে অগ্রনী ভ’মিকা পালন করতে হবে। দুর্নীতির সাথে আপোষ নয়। যুবলীগকে দূর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে।
শনিবার (৬ জুলাই) রাতে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের পরিচিতি সভায় তথ্য মন্ত্রানালযের প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। তথ্য প্রতিমন্ত্রী আরোও বলেন, জয় বাংলার নাম নিয়ে কোনো নেতা-কর্মী মাদকের ব্যবসার সাথে জড়িত থাকলে তার অবস্থা ভয়ংকর হবে। কোনো অপকর্মের সাথে জড়িত থাকলে তার দায় যুবলীগ নিবে না। যুবলীগের প্রতিটি নেতাকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করতে হবে। সরিষাবাড়ীতে কোনো জঙ্গি, জামাত-বিএনপি যাতে মাথা চারা দিয়ে উঠতে না পারে সেই দিকে যুবলীগকে সজাগ থাকতে হবে। যুবলীগ আমার দূরদিনের বন্ধু। যুবলীগ সাথে পাশে থেকে উন্নয়ন করবে এটাই আমার প্রত্যাশা। ২০২০ সালের ১৭ মার্চ জাতির জনকের জন্ম শত বার্ষিকী পালনে সকল প্রস্তুতি চলছে। বছর ব্যাপী মুজিব বর্ষ বিশ্ব বাসীকে জানিয়ে দিতে চাই।সাম্প্রতিক ডোয়াইল ইউনিয়ন যুবলীগের আহবায়ক কামাল হোসেন প্রকাশ্যে রামদা উচিয়ে অণ্যর জমি দখল করার সংবাদ গণমাধ্যমে প্রকাশের বিষয়টিও তুলে ধরেন তথ্য প্রতিমন্ত্রী। কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হলো না সেই প্রশ্নও রাখেন তিনি।এর পর থেকে যুবলীগের নেতা- কর্মী অপর্কম করলে তার দায় ভার তাকেই নিতে হবে বলে ঘোষণা দেন।
আগামী ১৬ জুলাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাড’ মতিয়র রহমানের ১১ তম মৃত্যুবার্ষিকী সফলভাবে পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন। পরিচিতি সভায় উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম সভাপতিত্ব করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ,জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত)মোস্তাফিজুর রহমান শাহাজাদা, সাধারণ স¤পাদক(ভারপ্রাপ্ত)এম এ গনি,পৌর আওয়ামী লীগের সভাপতি সরিষাবাড়ী কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান মিজান,জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর স¤পাদক জহুরুল ইসলাম মানিক,সরিষাবাড়ী পৌর সভার মেয়র রুকুনুজ্জামান রোকন,জেলা যুবলীগের সহ সভাপতি রিপন মিয়া, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি মন্টুলাল তেওয়ারী,এ্যাড. মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সাধারণ স¤পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক গুদু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহাবুল ইসলাম দোরন,যুগ্ম সম্পাদক আল আমীন,মামুন হোসেন,উপজেলা যুবলীগের সহ সভাপতি ফরিদ আহাম্মেদ,সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান দুখু,রফিকুল ইসলাম হিরু, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক হিসেবে মনিরুল ইসলাম রনি।অনাণ্যদের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও যুবলীগের সদস্য মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক,পৌর আওয়ামীলীগ নেতা নুরে আলম বাবু, আরামনগর কামিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান মানু, পৌর যুবলীগের সভাপতি সুরুজ্জামান, সাধারন সম্পাদক সুমন চাকলাদার সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ ২০১৭ সালের ২৯ শে মার্চ যুবলীগের প্রত্যক্ষ ভোটের মধ্যে দিয়ে সভাপতি একেএম আশরাফুল ইসলাম সভাপতি ও সাধারন সম্পাদক হিসেবে মনিরুল ইসলাম রনি নির্বাচিত হন । চলতি ২০১৯ সালের ২৩ এপ্রিল জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা ও সাধারন সম্পাদক ফারহান আহম্মেদ স্বাক্ষরিত সরিষাবাড়ী উপজেলা যুবলীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দেয়।