যমুনার চরে বাফুফের প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করলেন- সাবেক এমপি রুমানা মাহমুদ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ” এই শ্লোগানে “তারুণ্যের উৎসব-২০২৫” খ্রিঃ সিরাজগঞ্জ যমুনা নদীর পাড়ের চরের ফুটবল খেলোয়াড়দের নিয়ে “তারুণ্যের উৎসব” আনন্দঘন পরিবেশে এক প্রীতি ফুটবল ম্যাচ “যমুনার চর” একাদশ বনাম “কাওয়াকোলার চর” একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। উক্ত প্রীতি ফুটবল ম্যাচ খেলায় ‘যমুনার চর’ একাদশ ২-১ গোলে ‘কাওয়াকোলাচর” কে পরাজিত করে
। এ প্রীতি ফুটবল ম্যাচ খেলা পরিচালনা করেন, রেফারি আবু হানিফ, সহকারী রেফারি আজমহর আলী ও সুলতান মাহমুদ। চতুর্থ রেফারি মোঃ হাফিজ।
ধারা বর্ণায় ছিলেন, ধারাভাষ্যকার প্রভাষক আব্দুল্লাহ আল মাহমুদ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে এবং সিরাজগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায়,
শুক্রবার (৩১জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ে চরে উক্ত প্রীতি ফুটবল প্রীতি ম্যাচ খেলার উদ্বোধন করেন এবং অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।
বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য, টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও সিরাজগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ কামরুল হাসান হিল্টনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে, জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান,যুগ্ম সাধারণ সম্পাদক,প্রেসক্লাবের সভাপতি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর তাজ মোহাম্মদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি রেজাউল করিম মিয়া দিলীপ, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম, জেলা ক্রীড়া সাবেক নির্বাহী সদস্য আলামিন শেখ সহ অন্যান্যরা বিপুলসংখ্যক দর্শকেরা উপস্থিত ছিলেন ।