যমুনায় আবারও পানি বৃদ্ধিতে অসহায় ও আশাহত সিরাজগঞ্জের বানভাসিরা
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ
পূনরায় যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জে আবারও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। সেই সঙ্গে আশাহত বাড়ি ফেরার অপেক্ষায় থাকা লাখো মানুষ। পানি কমতে থাকায় অনেকেই স্বপ্ন দেখছিলেন নিজ ঠিকানায় ফেরার। আবার অনেকেই ফিরেছিলেন ও। কিন্তু তারাই যেন আবার নতুন করে পড়েছে বিপাকে।যমুনা নদীর পানি বেড়ে আবারও বিপদ সীমার ৮সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বেশি বিপাকে পড়েছে ঘরে ফেরা অপেক্ষায় থাকা বন্যাদুর্গতরা। এদের পাশাপাশি দুর্ভোগ চরমে পৌঁছেছে রাস্তাসহ নানান জায়গায় অবস্থান নেয়া লাখো মানুষের। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা যায়, এবারের বন্যায় জেলার ৩৯টি ইউনিয়ন, দুটি পৌরসভা, ৩৮৮টি গ্রামের তিন লাখ মানুষ পানিবন্দি হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্থরা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। মোট আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ১৮৫টি। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী রণজিৎ কুমার সরকার জানান, গত ২৩ জুলাই সকাল থেকে ২৪ জুলাই সন্ধ্যা পর্যন্ত যমুনার পানি সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট এলাকায় ২৯ সেন্টিমিটার কমে বিপদ সীমার ৫সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এরপর থেকে বাড়তে থাকে।শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবার সকাল ৬টায় যমুনা নদীর পানি বিপদ সীমার ৮সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।