বেলকুচি

মোতালেব হোসেন অপুর এফ এন এফ যুব সংগঠনের উদ্যোগে নৌকা ও আনন্দ ভ্রমন

আবির হোসাইন শাহিন, নিজস্ব সংবাদদাতাঃ


আজগড়া কৃতি সন্তান মোতালেব হোসেন অপুর এফ এন এফ যুব সংগঠনের উদ্যোগে এক নৌকা ও আনন্দ ভ্রমনের আয়োজন করা হয়। ভ্রমনের স্থান আজগড়া নৌকা ঘাট থেকে যমুনা সেতু হয়ে সিরাজগঞ্জ ক্লোজার। ৯ জুন রবিবার সকাল ১১ টায় আজগড়া নৌকা ঘাট থেকে যাত্রা শুরু করা হয়।নাচ গান ও বিনোদন এর জন্য বক্স এর ব্যবস্থা করা হয় তাছাড়া সকলের অতিরিক্ত বিনোদনের ডেন্সার ভাড়া করা হয়।দুপুর ২ টায় যমুনা সেতুতে পৌছে দুপুরের খাবার খেয়ে এক ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।ফুটবল ম্যাচ শেষ করে সিরাজগঞ্জ ক্লোজারের উদ্দেশ্যে রওনা দেয়। ক্লোজারে সকল সদস্যরা নদীতে গোসল করে বিকাল ৫ টায় আজগড়ার উদ্দেশ্যে রওনা করে।
এসময় আজগড়া এফ এন এফ যুব সংগঠনের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন অপু ছাড়াও সভাপতি শরিফুল ইসলাম সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।