মোটরসাইকেল চুরি করতে গিয়ে যুবককে গলা কেটে হত্যার চেষ্টা, গ্রেপ্তার ৩
তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মোটরসাইকেল চুরি করতে গিয়ে কবির হোসেন (১৮) নামে এক যুবককে গলা কেটে হত্যার চেষ্টা করেছে একদল চোরাকারবারি। গুরুতর জখম যুবককে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩ জুলাই মধ্যরাতে চর ছাতারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর ছাতারিয়া উত্তরপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে কবির হোসেন পৌর শহরের সুমাইয়া ফার্নিচার শো-রুমে কর্মচারী হিসেবে চাকরি করেন। ৩ জুলাই শো-রুম বন্ধ করে মোটরসাইকেলযোগে পিতা-পুত্র মিলে বাড়িতে ফিরেন। গভীর রাতে একদল সংঘবদ্ধ চোরাকারবারি কবির হোসেনের বসতঘরে ঢুকে তার মোটরসাইকেলটি চুরি করে। এ সময় তারা ঘুমে থাকা কবির হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। তার চিৎকারে বাড়ির লোকজন টের পেয়ে এগিয়ে গিয়ে ঘটনাস্থল থেকে শাকিল, সোহান ও রবিন মিয়া নামে তিনজনকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে।
সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জোয়াহের হোসেন খান বলেন, গ্রেপ্তার চোরাকারবারিদের জিজ্ঞাসাবাদ ও মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।