জাতীয়

মোটরসাইকেলআরোহী নিহত…

খিলগাঁও ফ্লাইওভারে বাসের ধাক্কায় আয়েশা আকতার (৪০) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।

গত কাল সকালে সন্তানকে আনার জন্য মালিবাগ চৌধুরীপাড়া ফয়জুর রহমান স্কুল অ্যান্ড কলেজের মোটরসাইকেলে করে যাচ্ছিলেন আবদুর রহিম ও তাঁর স্ত্রী আয়েশা বেগম। খিলগাঁও উড়াল সড়কে বাস পেছন থেকে তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় আবদুর রহিম ও আয়েশা গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। বেলা ১২টার দিকে আয়েশা মারা যান। তাঁর স্বামী রহিমের অবস্থাও আশঙ্কাজনক। পরে তাঁকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া ওই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।