সিরাজগঞ্জ

মূলিবাড়ী আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ রফিকুল আলম 

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

 

সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নের  মুলিবাড়ি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ রফিকুল আলম। সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে

বুধবার (১৪ মার্চ) সকাল ১১ টায় সদর উপজেলার  মুলিবাড়ী আশ্রয়ণ প্রকল্পের ৪১ টি পরিবারের  উপকারভোগীদের খোঁজখবর নেন এবং মতবিনিময় করেন।
তিনি ঘরগুলোর সার্বিক অবস্থায় সন্তোষ প্রকাশ করেন।
এসময় সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  মোঃ মোবারক হোসেন, সহকারী কমিশনার (ভূমি)  এস. এম. রকিবুল হাসান, সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবিদুল ইসলাম উপস্থিত ছিলেন।