সারাদেশ

মা হত্যার প্রতিবাদে রাজপথে তুবা

রাজধানীর বাড্ডায় ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে প্রাণ হারান লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার তাসলিমা বেগম রেনু (৪০)। তিনি উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার বছরের মেয়ে তাসনিম তুবাকে ভর্তির খোঁজ নিতে গিয়েছেন। অথচ স্থানীয়রা ছেলে ধরা গুজব রটিয়ে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করে তাকে। এমনিভাবে গতকয়েকদিন দেশের বিভিন্ন যায়গায় পিটিয়ে হত্যা ও আহত করা হয়েছে আরো কয়েকজনকে।

এরই প্রতিবাদে ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন করেছে রায়পুর উপজেলার সর্বস্থরের জনগণ। এ মানববন্ধনে রাজপথে দাড়িয়ে প্রতিবাদ করেছেন নিহত রেনুর শিশু কন্যা তুবা। এসময় অবুঝ তুবা শুধু চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। আর মনে হচ্ছে কি যেন সে ভাবছে, যেন বলতে যাচ্ছে, আমার মা ছেলে ধরা না। তোমরা আমার মাকে কেন মেরেছো, কেন আমাকে মা হারা করেছো।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া, যুবলীগ নেতা তানভীর কামাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেখ আজিজ জনিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

বক্তারা বলেন, ছেলে ধরা গুজবেই তাসলিমা বেগম রেনুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাসলিমা বেগম রেনু ছিল একজন ভালো প্রকৃতির মানুষ। কিন্তু তাকে আজ এইভাবে পিটিয়ে হত্যা করা হবে,এটা কোন সভ্য সমাজে হতে পারেনা। সারাদেশে এ ধরনের হত্যাকা-ের সঙ্গে জড়িতদের চিহিৃত করে গ্রেপ্তার ও বিচারের দাবী জানান তারা। এসময় পরিবারের লোকজন গুজব ছড়িয়ে মানুষ হত্যার বিচারের দাবী জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

উল্লেখ্য, গত ২০ জুলাই শনিবার সকালে ঢাকার উত্তর পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাসলিমা বেগম রেনুকে প্রকাশে পিটিয়ে হত্যা করা হয়। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর সোনাপুর গ্রামে রেনুর বাড়ি। রোববার রাতে রেনুর নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

* ছবি ও নিউজ সংগৃহীত