সিরাজগঞ্জ

মরহুম মোতাহার হোসেন তালুকদারের ২০ তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক :

একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাবেক জাতীয় পরিষদ সদস্য, জেলা গভর্নর, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্ষিয়ান জননেতা সর্বজন শ্রদ্ধেয় মরহুম মোতাহার হোসেন তালুকদারের ২০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ ও পারিবারিকভাবে পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ডিসেম্বর) সকাল ৬ টায় দলীয় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংঙ্গীত মধ্য দিয়ে দলীয় পতাকা অর্ধ নিমিত্ত এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মরহুম মোতাহার হোসেন তালুকদারের প্রতিকৃতিত্বে ম্যাল্যদান এবং কবর জিয়ারত ও কুরআন তেলওয়াত হয়েছে। পাশাপাশি পর্বের ন্যায় অসহায় ও দুস্থদের মাঝে অটোরিকশা ও সেলাই মেশিন বিতরণ করা হয়। সন্ধায় ১৬ মুজিব সড়ক রোডস্থ জহুরা মল্লিকা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিল উপস্থিত সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল খান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও টিম প্রধান রংপুর বিভাগ ড. রংপুর বিভাগ ড.জান্নাত আরা তালুকদার হেনরী, ফিরোজ তালুকদার ও লাবু তালুকদার, জেলা আওয়ামীস্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেহাদ আল ইসলাম, এছাড়াও আওয়ামী লীগের নেতা কর্মী ও ধর্ম প্রাণ মুসল্লিগণ দোয়ায় শরীক হোন।

এসময় মরহুম মোতাহার হোসেন তালুকদারের পরিবার পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন তার পরিবারবর্গ। শেষে মরহুমের আত্বার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয় এবং তবারক বিতরণ করা হয়।