জাতীয়

ভবিষ্যতেও বিএনপি নির্বাচনে বিজয়ী হতে পারবে না ক্ষমতায় ও আসতে পারবে না — সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম

স্টাফ রিপোটার ঃ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির সমন্বয়হীনতা, আদর্শ ও নেতৃত্বহীনতার কারণে তাদের পরাজয় নিশ্চিত হয়েছে। নির্বাচনে এবারই শুধু বিএনপি পরাজিত হয়নি। ভবিষ্যতেও তারা আর কোনো দিন নির্বাচনে বিজয়ী হতে পারবে না। ক্ষমতায়ও আসতে পারবেনা। সোমবার (২৮জানুয়ারি-২০২৯) দুপুরের দিকে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। আগামী পাঁচ বছরে দেশে আরো উন্নয়ন হবে। দেশে কোন জঙ্গিবাদ, মৌলবাদ এবং সাম্প্রদায়িকতার স্থান হবে না। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ শওকত হোসেন। অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন পৌর আওয়ামী লীগের সভাপতি জিএম তালুকদার মধুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জের শিয়ালকোলে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজসহ সব মেডিকেল কলেজকে ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর ও জাতীয় নেতা এম মনসুর আলীর নামে প্রতিষ্ঠিত এই মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মনসুর আলীর আদর্শ অনুসরণ করবে এবং তাকে জানবে এটাই তিনি (নাসিম) প্রত্যাশা করেন। তিনি মেডিকেল কলেজের কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়ে বলেন, আগামী ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেডিকেল কলেজের উদ্বোধন করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন। এ সময় জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, কেএম হোসেন আলী হাসান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, মেডিকেল কলেজে অধ্যক্ষ, প্রফেসার রফিকুল ইসলামসহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে তিনি জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শামসুজ্জামান আলোর সয়াধানগড়াস্থ বাসায় যান এবং সদ্য প্রয়াত তার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান।