বেলকুচি তালপট্টি গ্রামের মানুষের ৩৫বছরের প্রত্যাশিত রাস্তার বাস্তবায়ন করলেন আলম কমিশনার
আবির শাহিন ,নিজস্ব সংবাদাতা:
সিরাজগঞ্জ বেলকুচি পৌরসভার ৮ নং ওয়ার্ডের তালপট্টি গ্রামবাসীর ৩৫ বছরের প্রত্যাশিত রাস্তার কাজের বাস্তবায়ন করলেন ৮ নং ওয়ার্ডের পর পর দু বারের নিবাচিত কমিশনার মোঃ আলম প্রামাণিক।বেলকুচি পৌরসভার সব থেকে সুবিধা বঞ্চিত গ্রাম তালপট্টি। বিদ্যুৎতের সুবিধা থাকলেও নেই যোগাযোগ ব্যবস্থা। প্রাক্তন মেয়র সহ চেয়ারম্যানরা নানান প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছুই হয়নি।অবশেষ বহুল প্রত্যাশিত রাস্তার কাজের বাস্তব রুপ দিলেন ৮ নং ওয়াদ এর উন্নয়নের রুপকার কমিশনার আলম প্রামাণিক। রাস্তার কাজ বাস্তবায়ন হওয়ায় এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছে আনন্দ ও উচ্ছাস।দীঘ ৩৫ বছর পর বাস্তবায়িত হল তালপট্টি গ্রামের কাংখিত রাস্তা। রাস্তাটি মুকুন্দগাতি কবরস্থান হয়ে চন্দনগাতি মেইন রাস্তায় সংযোগ হবে।ব্যক্তিগত উদ্যোগে মাস্টার প্লান করেই রাস্তার কাজে অগ্রসর হচ্ছেন আলম কমিশনার। তাছাড়া হারেজ খা বাড়ি থেকে তালপট্টি পযন্ত সংযোগ সড়কের নিমানের পরিকল্পনা আছে তার।এর আগে জামাল ভুঁইয়ার দোকান থেকে চন্দনগাতি প্রায় এক কিলোমিটার রাস্তার কাজ নিমান করেন তিনি।রাস্তায় ক্ষতিগ্রস্তদের আথিকভাবে সহায়তাও প্রদান করেন তিনি।