বেলকুচিতে শিশু বাচ্চা অপহরণ চেষ্টার অভিযোগ
রেজাউল করিম, সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সদর ইউনিয়ন রানীপুরা মধ্যপাড়া গ্রামে মোঃ মাহাদি হাসান নামে ৩ বছরের শিশু বাচ্চাকে অপহরণ চেষ্টার অভিযোগে মোঃ বেলাল হোসেন (২০) কে আটক করে এলাকাবাসি,
পরে পুলিশকে ফোন দিলে ঘটনা স্থলে পুলিশ সেনাবাহিনী উপস্থিত হয়ে অপহরণ চেষ্টার সত্যতা যাচাই করতে বেলাল হোসেনকে থানায় নিয়ে যায়।
ঘটনায় জড়িত বেলাল হোসেন এর ভাই মোহাম্মদ আলী (২৫) ও ইসমাইল হোসেন (২৮) এবং তার বন্ধুরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় বলে জানান এলাকাবাসী।
অভিযুক্ত অপহরণকৃত শিশু বাচ্চা রানিপুরা মধ্যপাড়া গ্রামের মোঃ সাইদুল ইসলাম এর ছেলে।
অন্যদিকে অপহরণ চেষ্টায় অভিযুক্ত বেলাল হোসেন ও তার দুই ভাই মোহাম্মদ আলী ও ইসমাইল হোসেন একই গ্রামের মোঃ এমান আলী মোল্লার ছেলে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, রবিবার বিকেলে ঘাস কাটাকে কেন্দ্র করে এমান আলী গং ও সাইদুল ইসলাম গংদের সাথে মারপিটের ঘটনা ঘটে, উক্ত ঘটনায় এমান আলী গংদের মারপিটে মুন্না মন্ডলের (১৪) হাত ভেঙ্গেছে ও অভি মন্ডলের (১৭) মাথা কেটে গুরুতর আহত হয়, পরে তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়।
আহত মুন্না রানীপুরা মধ্যপাড়া গ্রামের মোকাব মন্ডলের ছেলে ও কালু মন্ডলের ছেলে মোঃ অভি মন্ডল।
অভিযুক্ত অপহরণকৃত শিশু মাহাদির বাবা মোঃ সাইদুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল আনুমানিক দশটার দিকে আমার ছেলেকে খুজে পাচ্ছিলাম না এমতাবস্থায় মসজিদের মাইকে হাড়ানো বিজ্ঞপ্তি প্রকাশ করে মাইকিং করা হয়, পরে ১২টার দিকে আমার শিশু বাচ্চা মাহাদিকে অসুস্থ অবস্থায় বেলালদের বাড়ির দরজার সামনে দেখতে পায় আমার স্ত্রী মোছাঃ রেহানা খাতুন। পরে তার ডাক চিৎকারে লোকজন আগাইয়া আসিলে বেলালের দুই ভাই ও তার বন্ধুরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়, কিন্তু বেলাল হোসেন পালাতে না পেরে ঘরে ঢুকে দরজা আটকিয়ে দেয়, তখন আমরা ৯৯৯ ফোন দিয়ে প্রশাসনকে জানালে পুলিশ প্রশাসন বেলালকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় বেলকুচি থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
ঘটনাস্থলে তদন্তে উপস্থিত ছিলেন বেলকুচি থারার সার্কেল এসপি হুমায়ন কবির ও বেলকুচি থানার ওসি জাকেরিয়া হোসেন এবং সেনাবাহিনীর কর্মকর্তারা, তদন্ত সাপেক্ষে অপহরণের সত্যতা না পেয়ে প্রশাসন সেখান থেকে ফিরে আসে, কিন্তু বেলাল হোসেন তার নিরাপত্তার জন্য তার বাড়ি ত্যাগ করে প্রশাসনের সাথে থানায় যায়, এ ঘটনায় গ্রামের মধ্যে আতংক বিরাজ করছে। অপহরণের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।