সিরাজগঞ্জ

বেলকুচিতে যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের বেলকুচিতে অজ্ঞাতপরিচয় (৩২) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বেলকুচি চর পশ্চিম এলাকার একটি শন ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বিকেলে বেলকুচি চর পশ্চিমপাড়া এলাকায় একটি শন ক্ষেতের মধ্যে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।