বেলকুচিতে জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত ।
স্টাফ রিপোর্টার :খাইরুল ইসলাম
বেলকুচিতে জিয়াউর রহমানের ৩৮ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় খালেদা জিয়া মুক্তি পরিষদ, বেলকুচি উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলকুচিতে উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক গোলাম আযম এর সভাপতিত্বে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-প্রচার সম্পাদক ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম। ইফতার মাহফিল ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম গোলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সদস্য ও থানা যুবদলের সাবেক সভাপতি বনী আমিন, বেলকুচি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজনু খান, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিয়া শামীম, পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম মুক্তা, শ্রমিক দলের সাবেক সভাপতি কেরামত আলী তালুকদার, বেলকুচি উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক গোলাম কিবরিয়া, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজীব আহসান, ছাত্রদল নেতা জাহিদ প্রমুখ।