দেশগ্রাম

“বিয়ে ঠেকাল কনে”চৌহালী ইউএনও’র হস্তক্ষেপেবাল্যবিয়ে বন্ধ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নিজের বাল্যবিবাহ ঠেকিয়েছে নবম শ্রেণির এক ছাত্রী (১৩)। আজ মঙ্গলবার সকালে ওই স্কুলছাত্রী সহপাঠীদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে নিজের বাল্যবিবাহ বন্ধের জন্য লিখিত আবেদন করে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেয়েটির অভিভাবকদের ডেকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার মুচলেকা নেন।

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও, ভারপ্রাপ্ত) আনিসুর রহমানের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে আয়েশা আক্তার (১৪) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রী।

২৬ মার্চ সোমবার রাতে উপজেলার খাস পুখুরিয়া ইউনিয়নের বৈন্যা নতুনপাড়ায় এ ঘটনা ঘটে। আয়েশা ওই গ্রামের রুস্তম আলী মোল্লার মেয়ে।

২৭ মার্চ মঙ্গলবার সকালে ইউএনও আনিসুর রহমান জানান, সোমবার রাতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বনগ্রাম দক্ষিণপাড়ার তোফাজ্জল মোল্লার ছেলে মালয়েশিয়া প্রবাসী রফিকুল ইসলামের (২৮) সঙ্গে আয়েশার বিয়ের প্রস্তুতি চলছিল।
খবর পেয়ে পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে কাজী ও বরকে আটক করেন। এসময় কনের পরিবারের সঙ্গে কথা বলে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। এরপর কাজী ও বরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এসময় চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম ও খাস পুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ সরকার উপস্থিত ছিলেন।