বাবার মৃত্যুর অভিযোগ -মাদকাসক্ত ছেলের বঁটির কোপে
গতকাল বুধবার রাতে উপজেলার গদখালী ইউনিয়নের মাঠুয়াপাড়া গ্রামে এ যশোরের ঝিকরগাছা উপজেলায় মাদকাসক্ত ছেলের বঁটির কোপে বাবার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ।
নিহত বাবার নাম বাবর আলী (৭২)। তিনি পেশায় কৃষক ছিলেন।
নিহত ব্যক্তির ভাই নজরুল ইসলামের ভাষ্য, বাবর আলীর ছেলে আনারুল ইসলাম (২৮) ছোটবেলা থেকে মাদকাসক্ত। তাঁকে তিনবার মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হলেও তিনি নেশা ছাড়েননি। গতকাল রাতে আনারুল বাড়িতে এসে তাঁর মায়ের কাছে ভাত খেতে চান। এ সময় বাবর আলী তাঁকে বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে আনারুল গরুর খড় কাটার বঁটি দিয়ে বাবার ঘাড়ের ডান দিকে কোপ মারেন। গুরুতর আহত বাবর আলীকে নিয়ে পরিবারের লোকজন যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্দেশে রওনা হয়। পথে উপজেলার বেনেয়ালী গ্রামে পৌঁছালে তিনি মারা যান।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মো. মাসুদ করিম বলেন, মাদকাসক্ত ছেলে আনারুল বঁটি দিয়ে কুপিয়ে বাবা বাবর আলীকে হত্যা করেছেন। আনারুলকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।