বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
২৪ মে বৃহস্পতিবার বিকালে উপজেলা হলরুমে এ আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাহজাদপুর উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি গাজী গোলাম সাকলায়েন এর সভাপতিত্বে ও পৌর শাখার সহ সভাপতি শামছুল আলম এর পরিচালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ হাসিবুর রহমান স্বপন এমপি, প্রধান আলোচক ছিলেন এ্যাড. রেজাউল করিম রাখাল সাধারন সম্পাদক বাংলাদেশ মানবাধিকার কমিশন সিরাজগঞ্জ জেলা শাখা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রফেসর আজাদ রহমান চেয়ারম্যান উপজেলা পরিষদ, মুস্তাক আহম্মেদ উপজেলা ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর শাখার সাধারন সম্পাদক, নাজমুল হুসাইন খান উপজেলা নির্বাহী অফিসার শাহজাদপুর, এ্যাড. আব্দুর রহমান সভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন সিরাজগঞ্জ জেলা শাখা, হাসিব সরকার সহকারী কমিশনার ভূমি, নাসির উদ্দিন মেয়র (দায়িত্বপ্রাপ্ত), মোঃ রাকিব উদ্দিন তদন্ত অফিসার,
আলোচনা সভায় বক্তারা মানবাধিকার কমিশনের নৈতিক দায়িত্ব সম্পর্কিত আলোচনা করেন। সমাজে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, অত্যাচার জুলুম, নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আলোকিত সমাজ গঠন করতে চায়। সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করবে বলে তারা আশা করেন।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর শাখার সভাপতি গাজী গোলাম সাকলায়েন।