বর্ষায় পাড়াপাড়ে নৌকাই ভরসা ঘাটগুলোতে নেই যাত্রী ছাউনি ও আলোর ব্যবস্থা
উল্লাপাড়া প্রতিনিধিঃ
বর্ষা পেরিয়ে শরতের আগমন তুবুও যেনো ছারতে পারেনি নৌকা । বর্ষার পানিতে তলিয়ে আছে গ্রামীন সড়কগুলো । এই সময়ে গ্রামীন মানুষদের যাতায়াতের একমাত্র বাহন নৌকা ।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ও উধুনিয়া ইউনিয়নের প্রায় ৮০ হাজার মানুষের যাতায়াতের সড়ক গুলো বর্ষার পানিতে তলিয়ে যাওয়ায় তাদের পাড়া পাড়ের নৌকাই এখন একমাত্র ভরষা । ইউনিয়ন দুইটির ৬টি ঘাটে প্রতিদিন প্রায় শতাধিক নৌকা, মানুষ ও মালামাল পাড়া পাড়ের জন্য অপেক্ষা করে । আর এই নৌকা গুলোতে প্রতিদিন পাড় হচ্ছে হাজারো মানুষ । স্বাধীনতার ৫৪ বছর পার হলেও ঘাটগুলোতে নেই কোনো যাত্রী ছাউনি, নেই কোনো বসার ব্যবস্থা । সন্ধ্যা লাগলেই ঘাটগুলো অন্ধকারে ছেয়ে যায় । নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা । আলোর ব্যবস্থা না থাকায় যাত্রীরা নিরাপত্তা হীনতায় ভোগেন ।
ভোরের আলো ফোটার আগেই শহর, স্কুল-কলেজ, হাট-বাজারে যাতায়াতের জন্য বই খাতা হাতে নিয়ে স্কুল গামী শিক্ষার্থীরা, বাজারের ব্যাগ হাতে নিয়ে কৃষক, মাছের ঝাকা মাথায় নিয়ে জেলেরা দহকুলা ঘাট, স্টেশন ঘাট, ত্রি-মোহনী ঘাট, লাহিড়ীপাড়া স্কুল মাঠ ঘাট, বাংলাবাজার ঘাট ও উধুনিয়া ঘাটে জমায়েত হতে থাকে । সুর্যের আলো ফোটার সংগে সংগেই মাঝিরা পাড়াপাড় শুরু করে । একটার পর আর একটা নৌকা বোঝাই করে ছুটে চলে নদীর বুক বেয়ে।
স্কুল-কলেজ ও কাজ সেরে দিন শেষে আবার নৌকা যোগে বাড়ি ফেরার পালা । মোহনপুর ও উধুনিয়া ইউনিয়নের ঘাটগুলো থেকে প্রতিদিন নৌকা যোগে পৌঁছে যায় কালিয়াকৈড়, পশ্চিম বংকিরাট, পূর্ব বংকিরাট, আঁচলগাতী, বলাইগাতী, নাদা, দত্তপাড়া, এলংজানী, বলতৈল, হাজিপুর, গোনাইগাতী, কাইমকোলা, কোনাবাড়ী, চন্ডিপুর, হাটউধুনিয়া, ভাঙ্গুড়া বাজার, ফরিদপুর বাজারসহ অসংখ্য এলাকায় ।
তবে ঘাট গুলোতে নেই কোনো যাত্রী ছাউনি বা বসার কোনো ব্যবস্থা । বৃষ্টিতে ভিজে অথবা রোদে পুড়ে দাড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা । সেখানে নেই কোনো বিদ্যুতের আলো কিংবা ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা । সন্ধ্যা নামলেই আতংকে সবার সময় কাটে । দেখার কেউ নেই ।
কলেজগামী ছাত্রী হাফিজা খাতুন বলেন, বর্ষায় নৌকাই একমাত্র তাদের যাতায়াতের ভরসা । এ পাড়াপাড়ে প্রতিদিন ভিড় থাকে প্রচণ্ড । অনেক সময় দাঁড়িয়ে যেতে হয়, তবুও নৌকা ছাড়া উপায় নেই । নৌকা না পেলে স্কুল-কলেজে যেতে দেরি হয় । জীবনের ঝুঁকি নিয়েই নৌকায় চলাফেরা করতে হয় ।
কৃষক সলেমান জানান, ধান-সবজি বাজারে নেওয়ার জন্য নৌকাই ভরসা । কিন্তু যাত্রী ও মালপত্র বেশি হলে দুর্ঘটনার ভয় থেকেই যায় ।
পশ্চিম বংকিরাটের মাঝি আজিজুল মণ্ডল বলেন, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা চালাতে হয় । বর্ষা মৌসুমে নৌকাই একমাত্র আয়ের উৎষ । ঝড়, বৃষ্টি বা নদীর ঢেউ কোনো কিছুর তোয়াক্কা না করেই নৌকা চালিয়ে যে আয় হয় তা দিয়েই তাদের সংসার চলে । মানুষ না পার করলে আমাদের ভাত জুটবে না ।
স্থানীয়রা জানান, সরকারি উদ্যোগে যদি নৌকা ঘাটগুলো সংস্কার করা হয়, যাত্রীদের জন্য ছাউনি, বসার ব্যবস্থা, নিরাপত্তা ও আলোর ব্যবস্থা করা হয়, তবে মানুষের দুর্ভোগ অনেকটা কমবে।
দিনশেষে সন্ধ্যা নামতেই আবারও নদীর বুক বেয়ে ছুটে চলে নৌকা। ভেসে আসে মাঝির গলা গান, বাঁশির সুর আর ইঞ্জিনের শব্দ। এই শব্দই যেন মোহনপুর ও উধুনিয়া ইউনিয়ন বাসীর জীবনের ছন্দ।
বর্ষার পানিতে আটকে যাওয়া গ্রামীণ জীবনের আশা-ভরসা নৌকার সঙ্গেই জড়িয়ে আছে। তাই এখানে নৌকা কেবল পরিবহনের মাধ্যম নয়, মানুষের টিকে থাকার সংগ্রামের অংশ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম জানান উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে ব্যবস্থা নিতে হবে ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঘাটগুলো পরিদর্শ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করে ব্য বস্থা নেয়া হবে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
১৭/০৯/২০২৫