চৌহালী/এনায়েতপুর

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনায় ইলিশ শিকার, ৫ জেলের কারাদণ্ড

চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে মা ইলিশ ধরায় ৫ জেলেকে আটকের পর ৮ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২৬ অক্টোবর বৃহস্পতিবার ভোর থেকে দুপুর  পর্যন্ত চৌহালী উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে তাঁদের আটক করা হয়।  অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান।  অভিযানে ৬০ হাজার  মিটার নিষিদ্ধ জাল ও ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় পাঁচটি মাদ্রাসা ও এতিমখানা বিতরণ করা হয় এবং জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।  দণ্ডপ্রাপ্তরা হলেন, চৌহালী উপজেলার খাষপুখুরিয়া গ্রামের রবিউল ইসলাম(৩৫), একই গ্রামের আরিফ সিকদার(৩৫), মোঃ শাহজালাল(৪০), শফিকুল ইসলাম(৩২) ও দত্তকান্দি গ্রামের মো: আল আমিন (৩৭)
অভিযানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী, চৌহালী নৌ পুলিশ, চৌহালী থানা-পুলিশ ও আনসার ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।