উল্লাপাড়া

নির্বাচনী প্রচারণার শেষ দিন পথ সভায় নৌকার প্রার্থীকে ফুলের শুভেচ্ছা

উল্লাপাড়া প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ শফিকুল ইসলাম শফির নৌকা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে । এ জনসভা শেষে সন্ধ্যায় দুটি বিশাল পথ সভায় বক্তব্য দেন নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি ।

বৃহস্পতিবার বিকেল ৩ টায় মহোনপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত মহোনপুর খেলার মাঠে অনুষ্ঠিত জনসভার সভাপতি মহোনপুর ইউনিয়ন আওয়ামিলীগের
সভাপতি মোঃ আবুল কালাম আজাদ মোক্কা এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি উপজেলা আওয়ামিলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ মাহবুব সারোয়ার বকুল, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি মোঃ মকলেছুর রহমান ডাবলু, উপজেলা আওয়ামিলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেদায়েত আহমেদ এলান, সুপ্রিমকোর্টের আইনজীবী সহকারী এ্যাট্রোনি জেনারে আব্দুল্লাহ আল মামুন বাসার, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম, আওয়ামিলীগ নেতা মোঃ নবী নেওয়াজ খান বেনু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ বিন হাবিব, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ আজিজুল ইসলাম শাহ আলম,ও মোঃ তোফায়েল ইসলাম বকুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মোবারক হেসেন ও সাধারণ সম্পাদক আশিকুর ইসলাম সরকার প্রমুখ ।

মহোনপুর নির্বাচনী জনসভা শেষে উপজেলার দূর্গানগর ইউনিয়নের রাজমান বাজার ও বালশাবাড়ি বাজারে দুটি বিশাল পথ সভায় বক্তব্য দেন নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি । এ সময় হাজার হাজার নৌকার সমর্থক রাস্তার দুধারে দাড়িয়ে নির্বাচনী প্রচারণার শেষ দিন পথ সভায় নৌকার প্রার্থীকে ফুলের শুভেচ্ছা জানায় ।

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

০৪/০১/২০২৪