সারাদেশ

নাগেশ্বরীতে বিদ‍্যুতের শর্ট সার্কিটের আগুনে পুড়লো চারটি টিনের ঘর

মোঃ বুলবুল ইসলাম,স্টাফ রিপোর্টার :

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ‍্যুতের শর্ট সার্কিটের কারণে আগুন লেগে ৪টি টিনের ঘর ও ঘরে রক্ষিত নগদ অর্থ ৯০০০০ হাজার টাকা এবং ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৭জুন) বিকেল আনুমানিক সাড়ে চারটার দিকে নাগেশ্বরী উপজেলাধীন নেওয়াশী ইউনিয়নস্থ সুখাতী (চাকের কুটি) পিতা-মৃত এনায়তুল্লাহ এর পুত্র আব্দুল হাকিম এর বসতবাড়ীতে ইলেক্ট্রনিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ও নাগেশ্বরী ফায়ার সার্ভিসের গাড়ী এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় গবাদিপশুসহ কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩-৪ লক্ষ টাকা হয়েছে বলে জানা গেছে। নেওয়াশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।