জাতীয়

দুমড়ানো পিকআপের ভেতর পড়ে ছিল ৩ লাশ

ঢাকার সাভারের বলিয়ারপুর এলাকায় সামনের অংশ দুমড়েমুচড়ে যাওয়া একটি পিকআপভ্যান পাওয়া গেছে।দুমড়ানো পিকআপের ভেতর পড়ে ছিল ৩ লাশ গাড়িটির ভেতর তিনজন নিহত অবস্থায় পড়ে ছিলেন। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এসএম সিএনজি স্টেশন এলাকা থেকে পুলিশ গাড়িটি উদ্ধার করে।

নিহত তিনজন হলেন ঢাকার মীর আখতার হোসেন লিমিটেডের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক মো. জহিরুল ইসলাম (৫৩), পিকআপ ভ্যানের চালক খলিলুর রহমান (৫৪) ও নূরন্নবী শেখ (৩৮)।

সাভার থানার উপপরিদর্শক (এসআই) আসগর আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পিকআপটিকে দাঁড়ানো অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়েছে পিকআপটি। ঘটনার গাড়িটি নিয়ে চালক পালিয়ে গেছেন। পিকআপটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য এসব লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।