তাড়াশ হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থা মুখ থুবরে পড়েছে
লুৎফর রহমান তাড়াশ প্রতিনিধি :
সিরাজগঞ্জের তাড়াশ হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থা মুখ থুবরে পড়েছে। বদলির ২১দিনে ও নতুন কর্মস্থলে যোগ দেননি স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামাল মিয়া।
হাসপাতালে কর্মরত থাকাকালীন সময়ে তার নানা অপকর্ম ঢাকতে তিনি বদলি ঠেকাতে দৌড়ঝাঁপ শুরু করছেন। ফলে হাসপাতালে কোনো পূর্ণ প্রশাসনিক কর্মকর্তা না থাকায় ইতিমধ্যেই স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক কার্যক্রম মুখ থুবরে পড়েছে।
বিশেষ করে সপ্তাহব্যাপী শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো, চিকিৎসকদের চিকিৎসা কার্যক্রম, করোনাকালীন সময়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংবাদকর্মীদের নিয়ে কর্মশালা, হাসপাতালের বিল ভাউচার অনুমোদন ও বিবিধ প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন তাড়াশ স্বাস্থ্যবিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারী।
স্বাস্থ্য অধিদপ্তর গত ৩০ সেপ্টেম্বর তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল মিয়া শোভনকে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) পদে বদলি করেন। আর বদলির আদেশ পাওয়ার পর ৩ দিন ছুটি নিয়ে মো. জামাল মিয়া শোভন হাসপাতালে কর্মরত অপর চিকিৎসক ডা. রম্মন খানকে ছুটিকালীন সময়ে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব দিয়ে তিনি বদলি ঠেকাতে দৌড়ঝাঁপ শুরু করেন। এমনকি ২১ দিনেও জামাল মিয়া শোভন তার বদলিকৃত কর্মস্থল যোগদান করেননি।
এদিকে তাড়াশ হাসপাতালের চিকিৎসক রম্মন খান বর্তমানে পূর্বতন কর্মকর্তার ছুটিকালীন সময়ে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বে থাকলেও তিনি আর্থিক, প্রশাসনিক বিভিন্ন বিষয়ে বিধিমোতাবেক সিদ্ধান্ত দিতে ও নিতে পারছেন না। এতে করে ২১ দিনে বহির্বিভাগ রোগী দেখা ছাড়া কোনো প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়নি। ফলে নিয়মিত কর্মকর্তার অভাবে হাসপাতালে স্বাস্থ্য সেবা ও প্রশাসনিক কার্যক্রম মুখ থুবরে পড়েছে।
এ বিষয়ে বদলিকৃত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল মিয়া শোভন জানান, তিনি দায়িত্ব ভারপ্রাপ্তকে বুঝে দিয়েছেন।
ডা. রুম্মন খান বলেন, ছুটিকালীন সময়ের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব থাকতে তাকে বলা হয়েছে। অথচ বদলিজনিত কারণে যেভাবে একজন কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় স্যার তেমনটি দায়িত্ব বুঝিয়ে দেননি।
এ বিষয়ে সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ পাল জানান, আমার জানা মতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একজনকে তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে বদলি করা হয়েছে।